ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ি থেকে ডেকে নিয়ে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মিয়া (৪৮) উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ডেঙ্গাপাড়া গ্রামের লীল মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ৮টার দিকে জাহাঙ্গীর মিয়াকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর ঘণ্টা খানেক পরই স্থানীয়রা পাশের গ্রামের কাদৈর বিলে জাহাঙ্গীর মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা তার বাড়ির লোকজনকে খবর দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর সার্কেলের অতিরিক্ত এসপি মকবুল হোসেন বলেন, নিহতের শরীরে ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ইতো হত্যাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাাতালে পাঠিয়েছেন পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬/৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, হত্যার ঘটনার জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে।