ময়মনসিংহের বেশিরভাগ দোকানে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ মে) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলামের নেতৃত্বে নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে রয়েল বেকারিতে ২০ হাজার টাকা ও সিকে ঘোষ রোডের বাটা'তে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বলা হয়, বেশিরভাগ দোকানে বিক্রয়কর্মীদের হ্যান্ড গ্লাভস, মাস্ক নেই। মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। এ অভিযান নিয়মিত চলবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।