চিকিৎসক গণমাধ্যমকর্মীসহ সকল কোভিড যোদ্ধাকে উৎসর্গ করে সময় মিউজিক থেকে প্রকাশ পেল দেশের অন্যতম গিটারিস্ট রাজিব হোসেনের গিটার ইন্সট্রুমেন্টাল ' ফাইট এগেইনেস্ট করোনা' । বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি, মানবিক ও মানসিক সঙ্কট যন্ত্রণা এবং বিচ্ছিন্নতার গল্পগুলোই গিটারের প্রতি নোটে প্রকাশ করেছেন তিনি।
কোয়ারেন্টাইনে বা ঘরে থাকা যখন বাধ্যতামূলক তখন দেখেছেন মানুষকে সচেতন করতে, প্রতি মুহুর্তের খবর পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের ঝুঁকি, উপলব্ধি করেছেন করোনা নামের অদৃশ্য এই শত্রুকে সম্মুখ থেকে মোকাবিলা করা চিকিৎসক, নার্সদের। দেশের স্বার্থে ঘরে বসে থেকে দেখেছেন স্বেচ্ছাসেবী সহ হাজারো কোভিড যোদ্ধাদের লড়াই। ১০ হাজারের বেশি গানে গিটার বাজানো এই গিটারিস্ট অন্য সবাইকে ঘরে থাকার অনুরোধ ও কোভিড যোদ্ধাদের উৎসর্গ করে সময় মিউজিক থেকে প্রকাশ করলেন তার গিটার ইন্সট্রুমেন্টাল । ভিডিও ধারণ ও সম্পাদনা তিনি নিজেই করেছেন ।
সঙ্গীতের ক্যারিয়ার:
স্টার সার্চ বেনসন এ্যান্ড হেজেস প্রতিযোগিতায় ২০০৪ সালে সেরা গিটারিস্ট নির্বাচিত হন রাজিব। পরের বছরই লিড গিটারিস্ট হিসেবে যোগ দেন বগি এ্যান্ড ফ্রেণ্ডসে। এরপর ছিলেন সোলস, দলছুট, পেন্টাগন, নোভা, তাণ্ডব ও ফেস টু ফেস সহ অনেক ব্যান্ডে । সর্বশেষ লিড গিটারিস্ট হিসেবে ছিলেন অবসকিউর ব্যান্ডে। এছাড়াও তার সুরে প্রকাশিত গানের মধ্যে রয়েছে, ফাহমিদা নবীর ‘আমি আকাশ হবো’, বাপ্পা মজুমদারের ‘দুরের মেঘে’ ও এসআই টুটুলের ‘বড় একলা একলা লাগে’। তার সুরে আরো কণ্ঠ দিয়েছেন শাকিলা জাফর, হাসান আবিদুর রেজা জুয়েল, খালিদ, মিজান, লুমিনসহ অনেক গুণী শিল্পী।