তীব্র গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে এক গ্রহাণু। ১.৫ মাইল চওড়া গ্রহাণুটি ঘণ্টায় ১৯ হাজার ৪৬১ মাইল বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। ২৯ এপ্রিল ভোর ৫.৫৬ নাগাদ পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে গ্রহাণু ১৯৯৮ ওআর২।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) সূত্রে জানা গেছে, গ্রহাণুটির সাইজ প্রায় মাউন্ট এভারেস্টের সমান। আকারে বৃহৎ এই গ্রহাণুর সামনের অংশে উঁচু রেখার মতো রয়েছে, যা দূর থেকে মাস্কের মতো দেখতে লাগছে।
নাসা থেকে আরো জানানো হয়, এই বৃহৎ আকারের গ্রহাণুটির কোড ৫২ হাজার ৭৬৮ এবং এটি শেষবার ১৯৯৮ সালে দেখা গিয়েছিল। এটি পৃথিবী ঘেঁষে উড়ে সময় পৃথিবী থেকে গ্রহাণুর দূরত্ব হবে ৩৯ লাখ কিলোমিটার। এই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর কোনো সংঘর্ষ হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
নাসার মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবী স্পর্শ করবে না এই উল্কাপিণ্ড। নেয়ার আর্থ গ্রহাণু ট্রাকিং সিস্টেমের মাধ্যমে উল্কাপিণ্ডের গতিবিধির উপর নজর রাখছে নাসা।
নেয়ার আর্থ গ্রহাণু ট্রাকিং সিস্টেমের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এলেনর হেলিন জানিয়েছেন, 'বিপজ্জনক হতে পারে, এমন সব গ্রহাণু ও উল্কা। তাই এই সব গ্রহাণুর গতিবিধ নজরে রাখা হচ্ছে।
সূত্র: সিএনএন