ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পর্যায়ক্রমে বেড়ে যাওয়ার কারণে জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সার্টিক হাউসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান, পৌরসভার মেয়র নায়ারকবীর, জেলা সিভিল সার্জন একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা: আবু সাঈদ ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালকে বর্তমানে আইসোলেশন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে ১৭ জন করোনা অাক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে। সেখানে মাত্র ২৫টি বেড রয়েছে। এ অবস্থায় করোনা রোগী বাড়তে থাকায় সদর হাসপাতালের নার্সিং ইনষ্টিটিউটকে নতুন করে ৫০ শয্যা আইসোলেশন কেন্দ্র করার সিদ্ধান্ত হয়েছে।
পরবর্তীতে নব নির্মিত হার্ড ফাউন্ডেশন হাসপাতাল এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজকে আইসোলেশনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি।
জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ সাংবাদিকদের জানান, জেলায় এখন পর্যন্ত ৩২ জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে ১৭ জনকে বক্ষব্যাধি হাসপাতালে রাখা হয়েছে। দুইজনকে ঢাকায়, একজন কুমিল্লায় এবং এক সুস্থ হয়েছেন। জেলায় সব ধরনের প্রস্তুতির নেয়ার কথা জানান তিনি।