করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রামণ এড়াতে বরিশালে প্রবেশ ও ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনা সংক্রামণ এড়াতে শারীরিক দূরত্ব নিশ্চিত এবং গণ-জমায়েত রোধ করতে এই নির্দেশনা জারি করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় অবস্থানরত ব্যক্তিবর্গ ও যানবাহনের জেলার বাইরে গমন এবং বাহির থেকে বরিশালে আগমনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
জেলা প্রশাসক জানান, বিষয়টি লকডাউন নয়। বাইরের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশ সহ সরকারের বিভিন্ন সংস্থা এই নির্দেশ বাস্তবায়ন করছে।
তবে ওষুধ, খাদ্যদ্রব্য, কৃষিপণ্য, আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত যানবাহন ও ব্যক্তিবর্গ এবং জরুরি সেবাসমূহ এই আদেশের আওতামুক্ত থাকবে।
এদিকে জেলা প্রশাসনের এই গণবিজ্ঞপ্তির পর বরিশালে প্রবেশ ও ত্যাগের উপর আরও কড়াকড়ি আরোপ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্নস্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
করোনা সংক্রামণ এড়াতে সবাইকে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান বরিশালের জেলা প্রশাসক।