ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কিছুটা কমেছে। দেশটিতে এখন পর্যন্ত তিন প্রবাসী বাংলাদেশিসহ মারা গেছেন ১৭ হাজার ১২৭ জন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। রাজধানী রোমে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ায় একটি শরণার্থী শিবির ঘিরে রেখেছে সেনা সদস্যরা।
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কিছুটা কমেছে। তবে তা কোনোভাবেই স্বস্তিদায়ক নয়। এ পর্যন্ত তিন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ১০ জন।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানী রোমে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে একটি শরণার্থী শিবির ঘিরে রেখেছে সেনা সদস্যরা। ওই শিবিরে তিন জনকে সন্দেহভাজন হিসেবে পরীক্ষা করার পর একজনের দেহে কোভিড নাইন্টিনের অস্তিত্ব পাওয়া গেছে। শিবিরে বসবাসরত ৮শ' শরণার্থীর বেশির ভাগই আফ্রিকান অধিবাসী। এ ঘটনায় স্থানীয়দের পাশাপাাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সেবা করতে গিয়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১২ হাজার স্বাস্থ্যকর্মী। এর মধ্যে ৯০ জনেরও বেশি চিকিৎসক মারা গেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্টে সেরজো মাতারেল্লা। তাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও জানান তিনি।