প্রাণঘাতী করোনাভাইরাসে আয়ারল্যান্ডে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭শ’ ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ২শ’ জনেরও বেশি। দেশের এ সঙ্কটে মানুষের পাশে দাঁড়াতে আইরিশ প্রধানমন্ত্রী লিও ভরদকার আবারও চিকিৎসা পেশায় ফিরে এসেছেন।
পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আয়ারল্যান্ডে আক্রান্ত ও মৃতের সংখ্যা কম থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে বেশ সতর্ক আইরিশ প্রশাসন। লকডাউনের ঘোষণা দিয়েই থেমে থাকেননি দেশটির প্রধানমন্ত্রী লিও ভরদকার, অন্যান্য চিকিৎসকদের সঙ্গে এক কাতারে থেকে চিকিৎসা সেবা দিতে ফিরে এলেন আগের পেশায়। দেশের এ ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা এখন সর্বত্র।
পার্শ্ববর্তী দেশগুলোতে মৃত্যুর যে ভয়াবহতা বাড়ছে, তাতে বেশ আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। এমন পরিস্থিতিতে ঘরে থাকার পরামর্শ স্থানীয় বাংলাদেশিদের।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত মাসের ১১ তারিখে আয়ারল্যান্ডে প্রথম একজন মারা যান।
করোনার মৃত্যুতে প্রতিটি দিনই যেন শুরু হয় রাতের নীরবতা নিয়ে। দিন ও রাতে নেই যেন কোনো পার্থাক্য। পার্শ্ববর্তী দেশগুলোর মতো ভয়াবহ বিপর্যয় নেমে আসলে স্বল্প সংখ্যার জনগোষ্ঠীর ছোট এ দেশটির ভবিষ্যৎ নওয়ে শঙ্কিত এখানকার প্রতিটি নাগরিক।