ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রবাস ফেরত এক ব্যক্তি মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে তিনি সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২০ মার্চ তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরে হোমা কায়ারেন্টাইনে ছিলেন।
তার মৃত্যুর খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালে থাকা রোগীরাও সরে গেছেন।
জেলা পুলিশের বিশেষ শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ওই ব্যক্তির বাড়ি নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি গত ২০ মার্চ মালয়েশিয়া থেকে দেশে আসেন। নিজ বাড়িতেই তিনি ১ এপ্রিল পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিলেন। ৪ এপ্রিল থেকে তার শরীরে জ্বর, ব্যথা বাড়তে থাকে। পরে মঙ্গলবার রাতে নাসিরনগর হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা ডা. সানজিদা জানান, করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে কি কারণে তিনি মারা গেছেন পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না। ওই ব্যক্তির লাশ নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা আশরাফী এ মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর ওই ব্যক্তির শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। মঙ্গলবার রাতে হাসপাতালে আনার পর তার রক্ত পরীক্ষা করা হয়। সেখানে তার টাইফয়েড জাতীয় কিছু লক্ষণ ধরা পড়ে। করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে নিশ্চিত করে বলা যাবে আসলে তিনি কি কারণে মারা গেছেন।