সমর্থকদের কড়া সমালোচনার পর স্টাফদের বেতন কর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইংলিশ ক্লাব লিভারপুল। এদিকে সিরি'আ'র বেতন কর্তনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ফুটবলাররা। অন্যদিকে, ২০২২ বিশ্বকাপ কাতারে আয়োজন করতে কনমেবল ও কনকাকাফের তৎকালীন সভাপতি ছাড়াও বেশ কয়েকজন টাকার বিনিময়ে নিজেদের ভোট বিক্রি করেছেন, এমন অভিযোগে মামলা করা হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। আর ঘুষ দিয়ে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের সম্প্রচারসত্ত্ব ক্রয়ের অভিযোগ উঠেছে 'টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্সে'র বিরুদ্ধে। ফুটবল বিশ্বের হালচাল নিয়ে থাকছে এবারের প্রতিবেদন।
এক অদৃশ্য শত্রুর বিপরীতে গোটা বিশ্ব ধরাশায়ী। নিজ কক্ষপথে ঘুরছে পৃথিবী তবে করোনা আতঙ্কে থমকে আছে সব। ভয়াবহ পরিস্থিতিতে বৃটেনের পাশে না দাঁড়ানোয় ইংলিশ ফুটবল ক্লাবগুলোকে নিয়ে চলছে সমালোচনা। এমনকি হুঁশিয়ারিও দিয়েছে সরকার সংশ্লিষ্টরা। এর মাঝেই লিভারপুলের মাঠের বাইরের স্টাফদের বেতন স্থগিতের সিদ্ধান্ত নেয়ায় সমর্থকদের কড়া সমালোচনার সম্মুখীন হোন অলরেডরা। হুলিগানদের মন রাখতে তাই সিদ্ধান্ত পালটে ক্ষমা চেয়েছে টপ ফ্লাইটের ক্লাবটি।
কোভিড নাইন্টিনে ক্ষতিগ্রস্থের তালিকায় উপরের দিকে আছে ইতালী। দেশটির ফুটবলের সর্বোচ্চ আসর সিরি'আ'র অন্ত্যত ১৫ জন ফুটবলারও আছেন আক্রান্তের তালিকায়। আর্থিক সহায়তা দিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন য়্যুভেন্তাসও। রোনালদো-দিবালা'রা দান করেছেন তিন মাসের বেতন। বাকি ১৯ ক্লাবও উদ্ভুত পরিস্থিতিতে সম্মত হয়েছে ফুটবলারদের বেতন কর্তনের সিদ্ধান্তে। তবে তার বিরোধিতা করেছে দেশটির পেশাদার ফুটবলারদের সংগঠন। উল্লেখ্য, আসর সম্পন্ন হলে পরবর্তী ২ মাস আর অসমাপ্ত থাকলে ৪ মাস এক তৃতীয়াংশ বেতন দেয়ার প্রস্তাব করেছিলো ক্লাবগুলো।
এদিকে, সিদ্ধান্তের ১ দশক পরও কাতারকে ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্বাচিত করার স্বচ্ছতা নিয়ে এখনও কাটেনি সমালোচনার ঝড়। যুক্তরাষ্ট্রের ব্রুকলিন জেলা আদালতে এবার দায়ের করা হয়েছে আরও এক মামলা। যেখানে বলা হয়েছে, ঘুষের বিনিময়ের কাতারকে ভোট দিয়েছেন ফিফা সংশ্লিষ্ট বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।
কনকাকাফ সভাপতি জ্যাক ওয়ার্নারকে কাতারকে ভোট দেয়ার জন্য ৫ মিলিয়ন মার্কিন ডলার আর গুয়েতেমালা ফেডারেশন প্রধান রাফায়েল সাল্গুয়েরোকে ১ মিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো বলা হয়েছে মামলার বিবরণীতে।
এছাড়াও 'টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্সে'র বিরুদ্ধে অভিযোগ এসেছে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের সম্প্রচারসত্ত্ব ক্রয়ের জন্য নিলামের গোপনতথ্য নিতে ফিফাকে ঘুষ প্রদান করেছিলো প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনের শেষে একটা মন খারাপের খবর। না ফেরার দেশে চলে গেছেন রাদোমির আন্তিক। ২য় ব্যক্তি হিসেবে তিনি পালন করেছেন স্প্যানিশ লিগের সফলতম তিন ক্লাব বার্সা-রিয়াল মাদ্রিদ ও আতলেটিকো মাদ্রিদের কোচের দায়িত্ব।