টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পাইকারি শাড়ি কাপড়ের হাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি পাইকারি শাড়ি কাপড়ের দোকান ও একটি হোটেল পুড়ে ছাই হয়ে গেছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শফিকুল ইসলাম জানায়, মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সারে ৯টায় করটিয়া পাইকারি কাপড়ের হাটে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আশপাশের দোকানে দ্রুতই সেই আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা টাঙ্গাইল ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগে ৮টি শাড়ি কাপড়ের দোকান এবং একটি হোটেল পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক সক সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি।
এদিকে স্থানীয়রা জানান, ৮টি দোকান শাড়ি কাপড়ের প্রত্যেক দোকানেই কয়েক লাখ টাকার কাপর ছিলো। তাদের ধারনা প্রায় ২ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।