কিশোরগঞ্জের করিমগঞ্জে জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া এক যুবকের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান।
এ দিকে মৃত যুবকের নমুনা পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসার পর করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ও জাফরাবাদ ইউনিয়নকে পুরোপুরি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী ও করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা নূর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, গত ৫ এপ্রিল জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে মারা যান করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ওই যুবক। তিনি ঢাকায় ব্যবসা করতেন। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে সিভিল সার্জনের কাছে আসা পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনা ভাইরাস থাকার কথা জানানো হয়।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হলেও পরিবারের লোকজন মিথ্যা তথ্য দেয়ায় তাকে স্বাভাবিক জানাজা ও দাফন করা হয়। এ খবর জানার পর দু'টি ইউনিয়ন লকডাউন ঘোষণা করে এলাকায় মাইকিং করা হচ্ছে।
স্থানীয়রা জানান, জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে গত সপ্তাহে বাড়িতে আসেন ওই ব্যক্তি। তিনি কয়েকবার জাফরাবাদ ইউনিয়নে স্থানীয় এক ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেন। গ্রামের মসজিদে প্রতিদিন নামাজ পড়েন। গত ৫ এপ্রিল সকালে বাড়িতে তার মৃত্যু হয়।
নমুনা সংগ্রহের পর গ্রামের মসজিদের সামনে অনুষ্ঠিত জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। গোসল করানোর পর স্বাভাবিক নিয়মে তাকে দাফন করা হয়।