পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম খান (২২) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র ওই গ্রামের মো. ইউনুস আলীর ছেলে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার একটি কলেজে গনিত সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহতের পারিবারের বরাত দিয়ে পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়াড মেম্বার মো. কুদ্দুস কবিরাজ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত ১৮ তারিখে ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসে। ছুটিতে এসে নানাভাবে তার পিতাকে বাড়িরে কাজে সহযোগিতা করত। মঙ্গলবার বাড়িতে গৃহ নির্মাণের কাজ চলছিল। সেখানে পানি দেয়ার জন্য বাড়ির পাশের পুকুরে পানির পাম্প দিয়ে পানি সেচে দেওয়ার কাজ চলছিল।
মঙ্গলবার দুপুরের দিকে সে সেচ পাম্পের বৈদ্যুতিক লাইনে সমস্যা হয়। সেই লাইন মেরামত করার জন্য সে বৈদুতিক লাইনে হাত দেওয়ার সাথে সাথে শক লেগে তারের সাথে আটকে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। কলেজ পড়ুয়া ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।