পারভীন আক্তার। পেশায় গার্মেন্টস শ্রমিক। চার সদস্যের পরিবার নিয়ে থাকেন গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায়। ঘুম থেকে উঠে দরজা খুলেই ঘরের সামনে দেখতে পান চাল, ডাল, তেল,লবণের বড় একটা ব্যাগ। এই ব্যাগ কে রেখে গেছেন, তিনি জানেন না! পারভীন আশেপাশে খোঁজ নিয়ে দেখেন প্রতিবেশী সবার দরজার সামনেই খাদ্য সামগ্রীর এমন ব্যাগ রয়েছে। ব্যাগের গায়ে লেখা ‘ঘরে থাকুন দেশকে রক্ষা করুন-এই ব্যাগ আপনার।
মঙ্গলবার(০৭ এপ্রিল) সূর্য উঠার আগেই গাজীপুর মহানগরের ভোগড়াসহ বিভিন্ন এলাকায় কর্মহীন মানুষজনের ঘরের সামনে এভাবেই খাদ্য সামগ্রীর ব্যাগ রেখেছেন মহানগর যুবলীগের আহবায়ক রাসেল সরকার। মহানগরের চান্দনা, দিঘীরচালা, বারবৈকা, তেলিপাড়া, আউচপাড়া, ইসলামপুর, কড্ডা এলাকায় ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়েছেন তিনি। রাসেল সরকার ও তার লোকজন রাত থেকে ভোর পর্যন্ত ২ হাজার পরিবারে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
কামরুল আহসান সরকার রাসেল বলেন, মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকার জন্যই কাউকে না জানিয়ে তিনি নিজের উদ্যোগে স্থানীয় ২/৩ জন মুরব্বীদের নিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। মহানগরের অন্তত ১০টি ওয়ার্ডে এ কার্যক্রম চালানো হয়েছে বলেও তিনি জানান।
দরজার সামনে খাদ্য পাওয়া পারভীন আক্তার জানান, এখনও বেতন হয়নি। সকালে রান্না করার মতো কিছুই ঘরে ছিল না। এই চাল ডাল পেয়ে ছেলে-মেয়েকে নিয়ে ক’দিন চলতে পারবো।এদিকে পারভীনের মত আরো বহু অসহায় মানুষ করোনা পরিস্থিতে কর্মহীনদের পাশে সব সময় থাকবেন বলেও আশ্বাস দেন এই যুবলীগ নেতা।