স্পেনে করোনায় সোমবার পর্যন্ত ৩ বাংলাদেশিসহ মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ। অন্যদিকে প্রতিবেশী পর্তুগালে মৃতের সংখ্যা ৩শ' ছাড়িয়েছে। নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমলেও দেশ দুটিতে লকডাউন অব্যাহত আছে। এতে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
তৃতীয় মেয়াদের লকডাউনের ঘোষণায় আরও স্থবির হয়ে পড়েছে স্পেনের জীবনযাত্রা। এরই মধ্যে বাতিল হয়েছে মাদ্রিদ, বার্সেলোনাসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত হতে যাওয়া অসংখ্য অনুষ্ঠান। শিল্পকারখানাসহ বন্ধ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। কর্মহীনতা অনেক বাংলাদেশি।
প্রতিবেশী পর্তুগালেও বিরাজ করছে একই অবস্থা। এরই মধ্যে সামাজিক নিরাপত্তা বিভাগে সাহায্যের জন্য আবেদন জমা পড়েছে কয়েক লাখ। উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন স্পেন এবং পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা।
এরইমধ্যে পর্তুগালের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে ১ হাজার ৩শ' ইউরো সহায়তা দিতে সম্মত হয়েছে ইউরোপিয়ান কমিশন।