করোনা ভাইরাসের কারণে ওষুধের গায়ের মূল্য থেকে কমমূল্যে ওষুধ বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নেতারা। এরই অংশ হিসেবে মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে সমিতির নেতারা শহরের ওষুধ মার্কেটের প্রতিটি দোকান ঘুরে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সিদ্ধান্তের কথা জানান।
সমিতির সিদ্ধান্তের সাথে একমত পোষণ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী ক্রেতা ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা।
ক্রেতা আবু জাহের জানান, যেখানে প্রতিটি পরিবারে মানুষের খাবার যোগান দেয়া কঠিন হয়ে পড়েছে, 'সেখানে দামে ওষুধ কেনাতো অনেকটাই দূরহ ব্যপার। এর মধ্যে ওষুধ সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে, তারা এ ব্যাপারে সাধুবাদ পাবার যোগ্য।
অপর ক্রেতা নিহার রঞ্জন জানান, ওষুধ সমিতির সিদ্ধান্ত খুবই ইতি বাচক। দুর্যোগে সবাই একসাথে কাজ করলে সকলেই ঘুরে দাঁড়াতে পারবো। তাদের এই সিদ্ধান্ত স্বাগত জানাচ্ছি।
এদিকে, ওষুধে দাম কমানো সর্ম্পকে ব্রাহ্মণবাড়িয়া কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউসার জানান, করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের অবস্থা খারাপের দিকে। আমাদের সরকারও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি মানুষের পাশে থাকবে।
তিনি আরো জানান, বর্তমান প্রেক্ষাপটে ব্যবসায়ী ও রাজণীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের পক্ষ থেকে দাবি উঠে বর্তমান করোনা ভারইরাসের সময়ে ওষুধের গায়ের মূল্যের চেয়ে কম মূল্যে ওষুধ বিক্রি করার জন্যে। দাবিগুলো- যৌক্তিক হওয়ায় সমিতির নেতারা বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে তারা আজ ওষুধের দাম কমানোর বিষয়টি ওষুধ মার্কেটের প্রতিটি দোকানে জানিয়েদেন।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাদল শিকদার কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতিকে অভিনন্দন জানিয়ে বলেন, ব্যবসায়ীরা যদি ইচ্ছা করে যে ওষুধের গায়ের মূল্য থেকে কম মূল্যে ওষুধ বিক্রি করবে, তাহলে কোনোপ্রকার সমস্যা হবে না। দেশের এই সময়ে জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি মানুষের পাশে দাঁড়িয়েছেন। অব্যশই এটি প্রশংসনীয় একটি উদ্যোগ।
এসময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সদস্য মাহাবুর রহমান, আজিজুর রহমান,সফিউদ্দিন আহমেদ, শরিফুল হক মিশু ও রুকন উদ্দিন।