করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ফরিদপুরে নতুন করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ফরিদপুর জেলা প্রশাসন। নতুন গণবিজ্ঞপ্তিটি মেনে চলার অনুরোধ করেছেন জেলা প্রশাসক অতুল সরকার।
নতুন জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতি অত্যাবশকীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য সব দোকানপাট, সাপ্তাহিক হাট, প্রতিষ্ঠান এবং গণপরিবহন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে। প্রশাসনের অনুমতি ব্যতিরেকে কোনো প্রকার যানবাহন এ জেলা হলে বাইরে যাবে না এবং বাইরে থেকে এ জেলায় প্রবেশ করবে না।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
করোনাভাইরাস সম্পর্কিত সব খবর সবার আগে জানতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস সম্পর্কিত টিপস ও পরামর্শ জানতে এখানে ক্লিক করুন