সাতক্ষীরা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম এ জব্বার আর নেই।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু এম এ জব্বারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সাবেক এমপি এম এ জব্বার দেশের একজন প্রতিষ্ঠিত ঠিকাদার ছিলেন। তিনি কয়েক বছর আগে স্টোকে আক্রান্ত হন। এরপর থেকেই অসুস্থ ছিলেন তিনি।
তিনি ২০০৯ থেকে ২০১৪ মহাজোটের প্রার্থী হিসেবে ৫ বছর অত্যন্ত সুনামের সাথে সাতক্ষীরা সদর-২ আসনের সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
আলহাজ্ব এম এ জব্বার মহাজোটের প্রার্থী হিসেবে সাতক্ষীরা সদর আসনে নির্বাচন করে জয়লাভ করেন। তিনিই সর্বপ্রথম সাতক্ষীরায় জামায়াতের দুর্গে আঘাত হানেন। মহাজোটের একজন সৎ এমপি হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।
সাতক্ষীরায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুসহ দলের সর্বস্তরের নেতা-কর্মী আলহাজ্ব এম এ জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।