জার্মানিতে করোনায় নতুন করে আরো ১শ' ৫১ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২৮ হাজার মানুষ। লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়ায় দেশে রেমিটেন্স পাঠাতে পারছেন না অনেকে প্রবাসী বাংলাদেশি। এতে দেশে থাকা পরিবার নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা।
জার্মানিতে কর্মহীনতা কারনে রেমিন্টেন্সের ১২ দশমিক ৩৫ শতাংশ বাংলাদেশে আসার কথা থাকলেও সেটিতে ফাটলের সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা।
একজন প্রবাসী বলেন, বাংলাদেশ সরকার যেন একটু দেখে রাখেন যাতে প্রবাসীরা ঠিকমতো টাকা পাঠাইতে পারেন। অনেকেই টাকা পয়সা আনতেও পারছে না পাঠাতেও পারছে না।
আরেকজন বলেন, জানুয়ারির পর ফেব্রুয়ারিতে কিছু টাকা পাঠাইছে। কিন্তু মার্চ মাসে একবারেই টাকা আসে না। কারণ এখানে তো লোকজনের কোন কাজকর্মই নাই। ইমারজেন্সি হইলে কিছু কিছু লোক আসে। এছাড়া একেবারেই কারকর্ম নাই। আমাদের ফ্যামিলি নিয়ে দুশ্চিন্তা হয়। সরকারে ভবিষ্যতের জন্য পদক্ষেপ নিতে হবে।
জার্মানিসহ আশেপাশের দেশগুলোতে নতুন করে কোন বাংলাদেশি করোনায় আক্রান্ত না হয় স্বস্তি প্রকাশ করেছেন জার্মানির প্রবাসীরা। জার্মানিতে বসবাসরত বাংলাদেশিদের সাহায্যার্থে এগিয়ে আসছে রাজনৈতিক ও সামাজিক বাংলাদেশি কমিউনিটিগুলো।
করোনাভাইরাস সম্পর্কিত সব খবর সবার আগে জানতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস সম্পর্কিত টিপস ও পরামর্শ জানতে এখানে ক্লিক করুন