কুড়িগ্রাম পৌরসভায় পানি ছিটানোর জন্য কোনো গাড়ি নেই। তবে করোনা প্রতিরোধে বিকল্প পন্থায় ট্রাকের ওপর ট্যাংক বসিয়ে রাস্তায় জীবাণুনাশক ছিটাচ্ছে পৌর কর্তৃপক্ষ।
সোমবার (৩০ মার্চ) সকালে এক হাজার লিটার ধারণ ক্ষমতার দুটি পানির ট্যাংক থেকে পাইপ দিয়ে শহরের প্রধান সড়ক ও পাড়া মহল্লায় কেমিকেল মিশ্রিত পানি ছেটানো হয়।
এছাড়া, জেলার ২০ টি স্থানে হাত ধোয়ার জন্য পানির ট্যাংক ও সাবান রাখা হয়েছে। দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে ১৫ হাজার মাস্ক।