করোনাভাইরাস সংক্রমণের কারণে ঢাকা ছাড়ছেন ৩৫৬ জন মার্কিন নাগরিক।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় কাতার এয়ারোয়েজের একটি চার্টার্ড ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
ঢাকা ছেড়ে যাওয়ার এসব মার্কিন নাগরিকদের মধ্যে বেশ কয়েক জন কূটনীতিক, তাদের পরিবারের সদস্যও রয়েছেন বলে জানা গেছে।
ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাওয়ার আগে সার্বিক প্রস্তুতি দেখতে এরইমধ্যে বিমানবন্দরে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব মার্কিন নাগরিক স্বেচ্ছায় ঢাকা ছাড়তে রাজি হয়েছেন তাদের জন্যই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে দূতাবাস।
অন্য দেশ থেকে মার্কিন নাগরিকদের যেভাবে নিজ থেকে সরিয়ে নেয়া হয়েছে বাংলাদেশের থেকে ফিরিয়ে নেয়ার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।