গত বছরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনার দায় স্বীকার করেছেন ব্রেন্টন টারান্ট। দেশটির আদালতে বৃহস্পতিবার (২৬ মার্চ) হামলার দায় স্বীকার করেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এমনই তথ্য দিয়েছে।
এতদিন আদালতে ২৯ বছর বয়সী ব্রেন্টন হামলার কথা অস্বীকার করে আসছিলেন। তবে এবার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিন য়েছেন। এছাড়া আদালতে তিনি আরও ৪০ জনকে হত্যা করার চেষ্টা করেছেন বলে জানান।
করোনাভাইরাসের কারণে লকডাউন রয়েছে নিউজিল্যান্ড। এর মধ্যেই বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় ক্রাইস্টচার্চ হাইকোর্টে দায় স্বীকার করে জবানবন্দি দেন অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন।
আদালত সংশ্লিষ্ট ছাড়া কাউকে শুনানিতে অংশ নিতে আদালতে প্রবেশ করতে দেওয়া হয়নি। ব্রেন্টনের আইনজীবী ভিডিও লিংকের মাধ্যমে এতে অংশ নেন। শুধুমাত্র হামলার শিকার দুই মসজিদের একজন প্রতিনিধি এই শুনানিতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ মার্চ ফেসবুক লাইভ দিয়ে তিনি ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালান। ওই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল।