ময়মনসিংহে ফেসবুক গ্রুপ ক্রিকেটখোরের আয়োজনে বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগের ৫০তম আসরের ফাইনালে (বঙ্গবন্ধু সিপিএল) রফিক উদ্দিন ভুঁইয়া একাদশকে বৃষ্টি আইনে ৩০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দ নজরুল ইসলাম একাদশ। শুক্রবার (০৬ মার্চ) সকালে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
এসময় কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, ক্রিকেটখোরের প্রেসিডেন্ট একেএম কাউসার, সময় টিভির সিনিয়র রিপোর্টার ও ময়মনসিংহ ব্যুরো প্রধান হারুনুর রশিদ, বৃত্ত কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান, ক্রিকেটখোরের এডমিন সাইফুল সোহেল, মাহবুব এলাহী, টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক নূর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
লীগে ছয়টি দল অংশ নেয়। দলগুলোর নামকরণ করা হয় ময়মনসিংহের বিখ্যাত ব্যক্তিদের নামে। দল ছয়টি হলো: শহীদ সৈয়দ নজরুল ইসলাম একাদশ, আনন্দমোহন বসু একাদশ, জয়নুল আবেদিন একাদশ, আব্দুল জব্বার একাদশ, রফিক উদ্দিন ভুঁইয়া একাদশ ও কাজী নজরুল ইসলাম একাদশ।
সীমিত ওভারের খেলায় ছয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের সাথে লড়াই করে। সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠে রফিক উদ্দিন ভুঁইয়া একাদশ ও সৈয়দ নজরুল ইসলাম একাদশ। পরে বিকেলে ফাইনালে দ্বিতীয় ইনিংসের শেষ দিকে বৃষ্টি শুরু হলে বৃষ্টি আইনে সৈয়দ নজরুল ইসলাম একাদশ ৩০ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দল ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।