ময়মনসিংহের ভালুকায় জঙ্গল থেকে হেনা আক্তার (৪১) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০১ মার্চ) সকালে উপজেলার মেদুয়ারী গ্রামের জঙ্গল থেকে ভালুকা মডেল থানা পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মেদুয়ারী গ্রামের রফিকুল ইসলাম রবির স্ত্রী তিন সন্তানের জননী হেনা আক্তার। একই গ্রামের কুমাড়কাটা পাড়া মেয়ের জামাই সাদ্দামের বাড়িতে শনিবার দুপুরে বেড়াতে যান। রাতে মেয়ের শাশুড়ি সমলা আক্তার (৬০) ও নাতি শ্রাবনীকে (৭) নিয়ে পাশের রুমে ঘুমাতে যান। রোববার ভোরে হেনা আক্তারকে ঘরে না পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের কুমাড়কাটা জঙ্গলে গলাকাটা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সকালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার হায়দার আলী, ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিনসহ ময়মনসিংহ ক্রাইমসিন ইউনিটের ক্রিমিনাল ইন্টারগেশন জোনের (সিআইডি) ইন্সপেক্টর আবু ইউসুফের নেতৃত্বে একটি দল ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের মেয়ে মিলি আক্তার জানান, আমার মা শনিবার দুপুরে বেড়াতে এসে রাতে আমার শাশুড়ি ও শিশু মেয়ের সঙ্গে ঘুমাতে যায়।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, হেনা আক্তার আট মাস আগে স্বামী আব্দুল মতিনকে ডিভোর্স দেন। পরে ননদের জামাই রফিকুল ইসলাম রবিকে বিয়ে করে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিলেন তারা।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, নারীর মরদেহটি গলাকাটা অবস্থায় একটি জঙ্গল থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ ও সিআইডি তদন্ত করছে। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।