ময়মনসিংহের ফুলপুর থেকে কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ৪ মেয়ে নিখোঁজের ঘটনায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে থানায় অপহরণের মামলা হয়েছে।
নিখোঁজ সানজিদার বাবা নিজামুদ্দিন বাদী হয়ে শেরপুর নকলার টালকি গ্রামের আল আমিন ও নকলার শিববাড়ি গ্রামের ইব্রাহিম খলিল সজিব এবং জামালপুর সদরের দড়ি হামিদপুর গ্রামের হৃদয় ইসলাম রজবকে আসামী করে মামলা দায়ের করেন। রাতেই তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ফুলপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আনা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে উদ্ধার চার মেয়েও শুক্রবার বিকেলে আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে।
এর আগে, ময়মনসিংহের ফূলপুর থেকে গত ২২ ফেব্রুয়ারি নিখোঁজ কলেজ ও মাদ্রাসা পড়ুয়া চার মেয়েকে গাজীপুরের শ্রীপুর থেকে উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে নিখোঁজ চার মেয়ে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরা দুইজন আপন বোন ও একজন তাদের চাচাত বোন এবং আরেকজন প্রতিবেশী বান্ধবী।
নিখোঁজ মেয়েরা হলো- এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী হাফসা খাতুন ও তার ছোট বোন কওমি মাদ্রাসার ছাত্রী সুমাইয়া, তাদের চাচাতো বোন এইচএসসি ১ম বর্ষের ছাত্রী সানজিদা খাতুন এবং প্রতিবেশী এইচএসসি ১ম বর্ষের ছাত্রী মিফতাহুল জান্নাত ইশাত। ফুলপুরের পূর্ব বাখাই গ্রামে তাদের বাড়ি।