মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিটন মাতুব্বর (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মজুমদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন মাতুব্বর একই গ্রামের আমির মাতুব্বরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মজুমদারকান্দি গ্রামের একটি খোলা স্থানে কয়েকটি শিশু মিলে দুষ্টুমি করছিল। এ সময় লিটন মাতুব্বর নামে এক ব্যক্তি শিশুদের নিয়ন্ত্রণ করতে না পেরে এক শিশুর গালে থাপ্পর মারে। এসময় পাশে থাকা এক নারী শিশুদের মারার প্রতিবাদ জানালে লিটনের সাথে ওই নারীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লিটন ওই নারীকেও থাপ্পর দেয় লিটন। এ দৃশ্য ওই নারীর ছেলে মনির মাতুব্বর দেখতে পেয়ে মায়ের থাপ্পরের প্রতিশোধ নিতে লিটনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসলে। কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুরে নেয়ার পথে মারা যায় সে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আমরা শুনেছি নিহত ওই ব্যক্তি একজন বুদ্ধি প্রতিবন্ধী। এ ঘটনায় নিহতের পরিবার এখনো মামলা করেননি। হত্যাকাণ্ডের পর জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের আটক করতে পুলিশ অভিযানে নেমেছে।