মাদারীপুরে নিখোঁজের চারদিন পর আল-আমিন শিকদার (২৫) নামে ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড়ের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আল-আমিন একই ইউনিয়নের নুর মোহাম্মদ শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল-আমিন শিকদার গত সোমবার রাতে মাছ ধরার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না জানায় তার পরিবার। বৃহস্পতিবার সকালে পুকুরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরে এলাকাবাসী সহযোগিতায় আল-আমিনের লাশটি সনাক্ত করা হয়।
শিবচর থানার তদন্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, আল-আমিনের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে আমরা জানতে পেরেছি।