ঘন কুয়াশায় বন্ধ রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। এতে ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে ৭ শতাধিক যানবাহন।
ঘাট কর্তৃপক্ষ জানায়, মধ্যরাত থেকে কুয়াশা দেখা দেয়ায় বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। মাঝ নদীতে আটকা পড়ে ৪টি ফেরি। কুয়াশার মাত্রা কিছুটা কমে আসলে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে কুয়াশা আবার বেড়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ করে দেয়া হয় ফেরিসহ সব ধরনের যান চলাচল। বিপাকে পড়েন চালক ও যাত্রীরা।