করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে ৮ জনের মৃত্যুর খবরের মাঝে এবার মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও বাহরাইনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বাহরাইনের রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, ইরান থেকে আসা এক নাগরিকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। অন্যদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম কুনা নিউজ এজেন্সি জানায়, দেশটির ৩ নাগরিকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানায়, চীনে আরও ১৫৭ জনের মৃত্যুর পাশাপাশি সব মিলিয়ে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১৯ জনে, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে চীনের বাইরে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়ে গেছে।