শেষ হলো ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সপ্তাহব্যাপী অমর একুশে বইমেলা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
প্রধান অতিথির তিনি বলেন, আজকে আমরা কেন বই পড়তে চাই না। সবাই এখন ইংরেজিতে কথা বলে। এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদেরকে বই পড়তে হবে। কারণ ইন্টারনেটে পড়ার চেয়ে প্রিন্টিং বইপড়া বেশি গুরুত্বপূর্ণ। বই না পড়লে কেউ পরিপূর্ণ শিক্ষিত হতে পারে না। আর পরিপূর্ণ শিক্ষিত না হয়ে উঠলে পাসের কোনো অর্থ নেই।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনির্ভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।