ময়মনসিংহে বাস চাপায় অটোরিকশার দুইযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
হালুয়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক বলেন, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস রঘুনাথপুর এলাকায় ধারা বাজার থেকে হালুয়াঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুইযাত্রী নিহত হয়। এছাড়াও আহত হয় ছয়জন।
নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার বহেলা গ্রামের আরিফুল ইসলাম (১৮) ও বাঘমারা গ্রামের সজিব আহমেদ (২০)।
আহতদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।