অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো চাপ নেই জানিয়ে, কোনোভাবেই বিআইডব্লিউটিএ'র অভিযান বন্ধ করা হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে সময় সংবাদকে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, মেয়র না থাকলেও সব সময় তিনি সবার সঙ্গে কাজ করে যেতে চান।
তিনি আরো বলেন, ‘ফোনের মাধ্যমে আমাদের কার্যক্রম থামিয়ে দেওয়া এরকম কোনো নির্দেশনা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। আমাদের অভিযান চলমান আছে। আমাদের যে প্রত্যয় ঢাকার চারপাশের নদীগুলোকে দখলমুক্ত করবো, এটা আমাদের কেউ থামাতে পারবে না। এটা আমাদের সরকারের সিদ্ধান্ত’।