জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্র তীর সংলগ্ন এলাকায় কোনো উঁচু দালান নির্মাণ বরদাশত করবে না সরকার। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কক্সবাজারের তিনটি উন্নয়ন প্রকল্পের উপস্থাপনা সংক্রান্ত বৈঠকে একথা বলেন তিনি।
বেলা ১১টার কিছু পরে কক্সবাজারের তিনটি ট্যুরিজম পার্ক নির্মাণের চূড়ান্ত নকশা উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর কাছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা কক্সবাজারের সোনাদিয়া, নাফ ও সাবরাং ট্যুরিজম পার্কের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী এ সময় ট্যুরিজম পার্কগুলোর নকশা পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি আগামী তিন বছরের মধ্যে নাফ ট্যুরিজম পার্কের নির্মাণ কাজ শেষ করা নির্দেশনা দিয়ে বলেন, এসব পার্কে বিদেশি পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা রাখার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে এবং প্রাকৃতিক দুর্যোগসহনীয় করে গড়ে তুলতে হবে।