নীলফামারীতে শীতের তীব্রতা না বাড়লেও হঠাৎ করে গত দুই দিন থেকে কুয়াশা বেড়েছে। গভীর রাত থেকে সকাল ১০-১১টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে শহর।
ফলে জনজীবন বিপর্যায়ের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাতেও সমস্যা দেখা দিয়েছে। ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে গতকাল থেকে আজ পর্যন্ত সকালের সবগুলো বিমান অনিয়মিত ভাবে চলাচল করছে।
আজ দুপুর ১২টা পর্যন্ত সকালের ৪টি ফ্লাইট ওঠানামা করার কথা থাকলেও একটিও বিমান ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি বা সৈয়দপুর থেকে একটি বিমানও ঢাকার উদ্দেশে রওয়ানা হয়নি। ফলে যাত্রীরা পড়েছেন বিড়ম্বনায়।