রাজধানীর দক্ষিণখানের একটি আবাসিক ভবন থেকে ২ শিশু সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে দক্ষিণখান থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, কেসি স্কুলের পাশে এই ভবনটিতে পাওয়া লাশগুলো দুই থেকে তিনদিন আগের। মায়ের নাম মুন্নি। সন্তানদের একজনের বয়স ৩ এবং ১১ বছর। এ ঘটনায় বাড়ির মালিক পলাতক রয়েছে বলে ধারণা করছে পুলিশ ও আত্মীয় স্বজনেরা।