‘কবিতায় লিখি
জালাল উকিল-রশিদের নাম
ভাষা ও কল্পনায় প্রাকৃত জনের সংগ্রাম’
এই স্লোগানে অনুষ্ঠিত হলো ২৪তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান। সাহিত্য সমাজ আয়োজিত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোক্তারপাড়া পাবলিক লাইব্রেরি চত্বর বকুলতলায় পুরষ্কিত প্রিয়জন কবি কামাল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্যপ্রাপ্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
মুখ্য আলোচক ছিলেন শিক্ষাবিদ যতীন সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. রফিকউল্লাহ খান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি নাসির আহমেদ, নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম প্রমুখ।
পুরস্কারপ্রাপ্ত প্রিয়জন কবি কামাল চৌধুরী প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মূখ্য সচিব ও মুজিব শত বর্ষ উদযাপন পর্ষদের সদস্য সচিব।