রাজধানীর মাতুয়াইলে এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব পরিচিত মাতুয়াইল ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক জামাল হোসেনের টেলিফোন পেয়ে সেখানে যান চিকিৎসক মোবারক হোসেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালটির একটি রুম থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঐ চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্টে নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাত ও গলায় শ্বাসরোধের চিহ্ন মেলে। স্বজনদের অভিযোগ, আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরেই হত্যা করা হয় মোবারক হোসেনকে।
এ ঘটনায় ডেমরা থানায় মামলা করা হয়েছে। নিহত মোবারক করিম শানারপাড়ায় প্রো-অ্যাকটিভ হাসপাতালে অ্যানেসথেশিয়া চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। যাত্রাবাড়ীর দনিয়াতে স্ত্রী নিয়ে বাস করতেন তিনি। মাত্র ৮ মাস আগে বিয়ে করেন মোবারক হোসেন।