এবারের বইমেলায় প্রকাশ হয়েছে লেখক ডি কে সৈকতের কাব্যগ্রন্থ ‘অমরত্ব পাবো বলে’। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ইন্তামিন প্রকাশন। মেলায় ৩০৯-৩১০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে কাব্যগ্রন্থটি।
লেখক সব সময় তার লেখনীতে বাস্তবের চরম সত্যকে প্রকাশ্যে তুলে ধরেন সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে। লেখক এবারের কাব্যগ্রন্থে অতীত ও বর্তমান ঘুনে ধরা সমাজের এক নির্মম চিত্র তুলে ধরার পাশাপাশি ভালোবাসা, বিরহ, ব্যথা-বেদনা, চাওয়া-পাওয়া তুলে ধরেছেন পাঠকের সামনে।
লেখক ডি কে সৈকত বলেন, অমরত্বের পিপাসায় জীবনের ধূলোমাখা পথে উপেক্ষা করে গেছি কত সাম্রাজ্যেরে, অবহেলার প্রদীপ জ্বেলে রেখেছি পৃথিবীর সব সিংহাসনে। তবুও মুক্তির মন্দিরে জীবনের কোনো এক বিস্ময়ের রাতে আমাকে ডাকেনি কেউ কোনো এক ভরা জ্যোৎস্নায়। তাই মৃত্যুরে ভালোবেসে চিতার ধূলায় রেখে গেছি, আমার বুকের যত প্রেম। গর্জনহীন নিথর নিস্তব্ধ সমুদ্রের মানে খুঁজতে পৃথিবীর বুকে রেখে গেলাম আমার চোখের নদী, আমার স্বপ্নের মৃত্যু পরোয়ানা জীবনের ভাষায় জানিয়ে গেলাম আমার মানুষকে। জানিয়ে গেলাম আমার কোনো নাম নেই।
আমি তোমাদের ক্রোধের অগ্নিতে জ্বলে পুড়ে মরা এক স্বপ্নবাজ মানুষ।’