'বিশ্ব ভালোবাসা দিবসে, সুন্দরবনকে ভালোবাসুন' এই প্রতিপাদ্যে প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় পালন করা হয়েছে সুন্দরবন দিবস।
শুক্রবার( ১৪ ফেব্রুয়ারি)সকালে খুলনা নগরীর হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলানায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। এ সময় বক্তারা, সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝড় জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগে পরিবেশকে রক্ষা করায় সুন্দরবনকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সুন্দরবনের প্রাণবৈচিত্র রক্ষার দাবিতে মোংলায় মানববন্ধন করা হয়েছে। পরে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।