সামান্যতম ভুল করলেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলে একসঙ্গে হামলা চালাবে ইরান। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কাসেম সোলাইমানির স্মরণসভায় বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এদিকে, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতা কমিয়ে প্রস্তাব পাস করেছে সিনেট। ৮ রিপাবলিকানসহ ৫৫ সিনেটর প্রস্তাবের পক্ষে সমর্থন দেন। তীব্র ক্ষোভ জানিয়ে প্রস্তাবে ভেটো দেয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বৃহস্পতিবার ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি নিহতের ৪০তম দিন পালন করা হয়। রাজধানী তেহরানের স্মরণসভায় সাধারণ ইরানিদের পাশাপাশি শীর্ষ স্থানীয় সামরিক কমান্ডাররা উপস্থিত ছিলেন। এসময় সোলামানি হত্যার কঠোর প্রতিশোধ নেয়ার জন্য সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানান ইরানিরা। জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন বিপ্লবী গার্ডের প্রধান।
ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল যদি সামান্যতম ভুলও করে আমরা তাদের উভয়কেই আঘাত করবো। যা বলেছি অবশ্যই তা বাস্তবায়ন করবো।
তেসোরা ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে চালানো ড্রোন হামলায় সোলামানি নিহত হন। ৫ দিনের মাথায় ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হন শতাধিক মার্কিন সেনা।
বৃহস্পতিবার মার্কিন সিনেট জানায়, তাদের সুস্পষ্ট অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নিতে পারবেন না প্রেসিডেন্ট। সর্বসম্মতভাবে ৫৫ জন সিনেটর প্রস্তাবের পক্ষে রায় দেন। বিপক্ষে অবস্থান নেন ৪৫ জন।
ডেমোক্র্যাট সিনেটর টিম কাইনে বলেন, ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে কংগ্রেসের ক্ষমতা সমন্নুত রাখাই আমাদের লক্ষ্য। এছাড়া, তাৎক্ষণিকভাবে যে কোনো হামলা থেকে মার্কিনদের রক্ষায় যুদ্ধ ঘোষণা বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা প্রয়োজন বলে জানান ট্রাম্প। সিনেটের প্রস্তাবে ইতোমধ্যে ভেটো দেয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প ভেটো দিলে প্রস্তাবটি আইনে পরিণত করতে দুই তৃতীয়াংশ সিনেটরের সমর্থন প্রয়োজন। এদিকে, গেলো মাসে মার্কিন প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করার লক্ষ্যে একটি প্রস্তাব পাস করে। এ মাসের শেষের দিকে প্রস্তাবটি সিনেটে উত্থাপনের কথা জানিয়েছেন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা স্টেনি হোয়ার।