বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন ক্রিকেটার সম্ভাবনাময়। তবে তাদের আরো অনেকদূর যেতে হবে। বিশ্বকাপজয়ী যুব দল নিয়ে এমন মন্তব্য করেছেন জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো। দীর্ঘদিন দেশের প্রতিনিধিত্ব করতে, শরিফুল, আকবরদের আরো পরিচর্যা করতে হবে। এদিন, আলাদাভাবে কাজ করেছেন তামিম ইকবালকে নিয়ে। সঙ্গে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ডমিঙ্গো।
যুবারা প্রশংসায় ভাসছে। চারদিকে আনন্দে ভাসছে। তাদের জন্যে অপেক্ষা করছে অনেক কিছু। মিলেছে অভিনন্দন। জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর ভাবনাটাও একই। জুনিয়রদের সাফল্যে গর্বিত সিনিয়রদের গুরু। তিনি বলেন, অসাধারণ অর্জন। আমি টিমের সাফল্যে গর্বিত। কোচরা পরিশ্রম করেছে আর ছেলেরা যা করে তাতো বিশাল ব্যাপার।
ডোমিঙ্গো একই সঙ্গে আকবরদের মনে করিয়ে দিলেন মাত্র শুরু। হতে হবে লম্বা রেসের ঘোড়া। বিসিবিরও এখানে ভূমিকা রাখতে হবে বলে মনে করেন তিনি। ডোমিঙ্গো বলেন, অনুর্ধ-১৯ এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে বিশাল ফারাক। তাদের অনেক দূর যেতে হবে। তবে যুবাদের নিয়ে ভাবতে হবে। দুই বছর ভাল ভাবে কাজ করতে হবে। ঘোরোয়া ক্রিকেটে তাদের অনেক ভাল করতে হবে।
ছুটির দিনেও তামিমকে কাজ করেছেন ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। এটাই তাদের কাছে ভালোবাসা।