ভালোবাসা দিবসে প্রকাশ পেলো লুমিনের কণ্ঠে ‘শুনতে কি পাও’। ঢোলি মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।
গানটির কথা ও সুর করেছেন তরুণ মুন্সী। গানটির কম্পোজিশন করেছেন ফুয়াদ নাসের বাবু।
‘শুনতে কি পাও’ গানটি নিয়ে লুমিন সময় সংবাদকে বলেন, তরুণ মুন্সীকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, একের পর এক সুন্দর সুন্দর গানের কথা ও সুর দিয়ে বছরের পর বছর সঙ্গীতপ্রিয় শ্রোতাদের আচ্ছন্ন করে রেখেছেন। তাই গানের গল্পটি নিয়ে বেশি কিছু না, অল্প কথায় বলতে চাই এই গানটি সব মানুষের জীবনের গল্প। প্রতিটি মানুষের অপ্রকাশিত গল্প ‘শুনতে কি পাও তুমি’।
আর গানটি কম্পোজিশন করে আমাকে আরো একবার ভালোবাসার ঋণে বন্দি করেছেন আমার অত্যন্ত প্রিয় ও দেশের কিংবদন্তী কম্পোজার ও কিবোর্ডিস্ট ফুয়াদ নাসের বাবু (ফিডব্যাক) ভাই । সময়'র পাঠক ও দর্শকদের প্রতি ভালোবাসার এইদিনে জানাই অনেক অনেক ভালোবাসা ও আমার নতুন গান 'শুনতে কি পাও' শোনার আহ্বান ।