দুই বাংলার ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান। এবার ভ্যালেন্টাইন কার সঙ্গে কাটাচ্ছেন? এপার বাংলায় না ওপার বাংলায়? নিয়মিত তার অভিনয়ের খবর প্রকাশ হলেও ভালোবাসার সম্পর্ক কার সঙ্গে সেটা গোপন রেখেছেন তিনি। ভারতীয় এক সংবাদমাধ্যমে জয়া জানিয়েছিলেন, প্রেম করছেন তিনি। তবে পাত্র কলকাতার নয়। বাংলাদেশের একজনের সঙ্গেই প্রেমের সম্পর্ক রয়েছে তার। বিয়ে তাকেই করবেন।
ভারতীয় গণমাধ্যমে এ খবর ছড়ানোর পর সে খবরটি তিনি উড়িয়ে দিয়ে বলেছেন, আমার বিশেষ বন্ধু আছে। কিন্তু সেটা কখনোই প্রেমঘটিত কিছু না। অনেক দিন ধরে টাইমস অব ইন্ডিয়া থেকে আমাকে প্রশ্ন করেছিল প্রেম ও ভালোবাসার সম্পর্ক নিয়ে। আমি কিন্তু তাদের বলেছি, আমার স্পেশাল বন্ধু আছে। খুবই ভালো বন্ধু আছে। কিন্তু এটা কখনোই প্রেম কিংবা ভালোবাসা নয়। আর বিয়ের তো প্রশ্নই ওঠে না।’
তাহলে আজকের বিশ্ব ভালোবাসা দিবস কার সঙ্গে কাটছে তার? আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এবার ভ্যালেন্টাইনস ডে একটু অন্যরকম ভেবেছি। মায়ের সঙ্গে কাটাব।
জয়া বলেন, এ বার ভ্যালেন্টাইন ডে’টা একটু অন্যরকম ভেবেছি। মায়ের সঙ্গে কাটাব। মা আর পরিবারের কয়েকজনকে নিয়ে আজ ভ্যালেন্টাইন ডে আউট। ঢাকা থেকে দূরে আমাদের একটা ছোট্ট বাড়ি আছে। সেখানেই যাব।’ দিনটিতে বইমেলায় যাওয়ারও ইচ্ছে ছিলো বলে জানান জয়া। বলেন, ‘খুব ইচ্ছে ছিল বইমেলা যাওয়ার। বইয়ের গন্ধের মধ্যেও প্রেম লুকিয়ে থাকে’ ।
‘অর্ধাঙ্গিনীর’ শুটিং শেষ করে বর্তমানে তিনি ঢাকায় রয়েছেন। ২০ ফেব্রুয়ারি তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ফিরবেন।