বসন্তের সাজে শুরু হয় তৃতীয় শিশু প্রহর। বেলা ১১ টায় শুরু হয়ে চলে দুপুর ১ টা পর্যন্ত। বিভিন্ন স্টল ঘুরে বইয়ের রঙিন মলাটে চোখ বুলিয়ে রূপকথা, কমিক্স, আর এডভেঞ্চারমূলক বই কিনতে দেখা গেছে তাদের।
দুই বছরের ছোট্ট তনুশ্রী এভাবেই বিস্ময় চোখে উল্টে পাল্টে বইয়ের পাতা দেখছেন। শিশু প্রহরে ছিলো বসন্তে হাওয়া। হলুদে-সবুজে শিশুদের সাজ ছিল চোখে পড়ার মতো। মেলা প্রাঙ্গন মুখর হয়ে উঠে ছোট্ট সোনামনিদের কলকাকলীতে।
বইয়ের মধ্য নিজেদের পছন্দের চরিত্র খুজছে অনেকেই। কারো বা পছন্দ রূপকথা আবার কারো তালিকায় রয়েছে ছোট গল্প।
তারা বলেন, প্রতি বছরই বাবা বই নিয়ে আসেন। সব সময় আসি। বই কিনতে আসি। সিসিমপুরের সাথেও দেখা করতে আসি।
এদিকে শিশুদের পছন্দ মাথায় রেখেই তাদের মনন বিকাশে শিশুতোষ লেখকদের বই নিয়ে বসেছে বই প্রকাশকরাও।
শিশু চত্বরের মূল আকর্ষণ ইকরি মিকরি আর হালুমকে দেখতে পেরে আনন্দে মাতোয়ারা শিশুরা