ভালোবাসার হাত ধরে প্রকৃতিতে ধরা দিলো ফাগুন। বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুল তলায় নেচে-গেয়ে ঋতুরাজ বসন্ত বন্দনায় মাতে নগরবাসী। নাগরিক এ উদযাপনে দিনে দিনে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ায় সন্তুষ্ট বয়োজ্যেষ্ঠরা।
শুধুই আনন্দ, উল্লাস আর উচ্ছ্বাস। শীতের আড়মোড়া ভেঙে বসন্তের আগমনী বারতা প্রকৃতির সঙ্গে ছুঁয়ে দিয়েছে মানব মনকেও। তাইতো রংয়ের ছটা প্রাণে প্রাণে। দিবসের শুরুতে আনন্দের মেলা বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুল তলায়। নাচ, গান কবিতায় বসন্ত বন্দনায় মাতে নগর মানুষ। এতে বাড়তি মাত্রা দিয়েছে বসন্ত আর ভালোবাসা দিবসের যুগল উপস্থিতি। আনন্দ বাড়িয়েছে দ্বিগুণ-বহুগুণ।
বিশেষ দিন, বিশেষ আয়োজন, সঙ্গে বিশেষ মানুষ, আপনজন। একসঙ্গে এতকিছু পাওয়ায় উচ্ছ্বাসটাও তাই বাঁধভাঙা।
শত কর্মব্যস্ততায়ও প্রাণের এ আয়োজনে দিনে দিনে বাড়ছে নাগরিক অংশগ্রহণ। ইতিবাচক এই পরিবর্তনে খুশি বয়োজ্যেষ্ঠরা।
নির্মাতা রামেন্দু মজুমদার বলেন, আমরা যত বেশি প্রকৃতির সঙ্গে থাকতে পারব ততো বেশি আমরা নিজেদের সমৃদ্ধ করতে পারব।