বিপিএল ফুটবলে আজ সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি হবে রহমতগঞ্জ। ময়মনসিংহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার বিকেল সোয়া ৩টায়। অপর ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায়, মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে আরামবাগ ক্রীড়া সংঘ।
নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে সাইফ। যেখানে সব বিভাগেই সমান গুরুত্ব দিয়েছেন কোচ ম্যাকনেস্ট্রি। জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জের মুখোমুখি হতে শতভাগ প্রস্তুত জামাল ভুইঁয়ারা। দলে তেমন কোনো ইনজুরি নেই। তাই অনেকটাই নির্ভার টিম ম্যানেজম্যান্ট। অন্যদিকে , মৌসুমের শুরুতেই ফেডারেশন কাপের রানার্সআপ হয় রহমতগঞ্জ। তাই আত্মবিশ্বাসের তুঙ্গে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।
প্রতিপক্ষকে সমীহ করেই ইতিবাচক ফুটবল খেলতে চায় গোলাম জিলানীর শিষ্যরা। দিনের অন্য ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে আরামবাগ ক্রীড়া সংঘ। ঐতিহ্যবাহী মোহামেডানের তরুণদের পাশাপাশি বিদেশীরা সেরাটা দিতে মুখিয়ে আছে। জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না সাদা-কালোরা। অপেক্ষাকৃত দুর্বল আরামবাগও সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে প্রস্তুত।