ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতিকুল ইসলাম।
উত্তর সিটি করপোরেশনে ৭৩৯টি কেন্দ্রের ফলাফল সময় সংবাদের হাতে এসেছে। এতে দেখা গেছে, নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ২৩৫২৫৪ ভোট। ধানের শীষের তাবিথ আউয়াল পেয়েছেন ১৪৬৩৫৫ ভোট।
শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় একযোগে সব কেন্দ্রে ভোট শেষ হওয়ার পর ডিজিটাল পদ্ধতিতে চলছে ভোট গণনার প্রক্রিয়া। প্রত্যেক কেন্দ্রের ইভিএম-এর ফল সংগ্রহ করে এজেন্টদের সই নিয়ে ট্যাবের মাধ্যমে অনলাইনে রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হচ্ছে।
সবশেষে, ঘোষণা হবে ভোটের আনুষ্ঠানিক ফল।