নির্বাচন সুষ্ঠু হচ্ছে, নির্বাচন কমিশন আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবেদ আলী। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। কোথাও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
আমি সর্বমোট ১০ কেন্দ্র পরিদর্শন করেছি। এড়াড়া আমাদের টিম কাজ করছে। এ পর্যন্ত ২৭৫ কেন্দ্রের যে রিপোর্ট পেলাম তাতে করে সব কেন্দ্রে সকল দলের এজেন্ট রয়েছে। এছাড়া সব কেন্দ্রের এজেন্টেরা সন্তোষ প্রকাষ করেছেন কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি বলেও জানিয়েছেন তারা।
প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ঢাকা দক্ষিণে মেয়র পদে স্পষ্টভাবে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস।
দক্ষিণ সিটি করপোরেশনে ১২৫টি কেন্দ্রের ফলাফল সময় সংবাদের হাতে এসেছে। এতে দেখা গেছে, নৌকা প্রতীকে ব্যারিস্টার ফজলে নূর তাপস পেয়েছেন ৩৬৭০৫ ভোট। ধানের শীষের ইশরাক হোসেন পেয়েছেন ২৩৭১৭ ভোট।
শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় একযোগে সব কেন্দ্রে ভোট শেষ হওয়ার পর ডিজিটাল পদ্ধতিতে চলছে ভোট গণনার প্রক্রিয়া। প্রত্যেক কেন্দ্রের ইভিএম-এর ফল সংগ্রহ করে এজেন্টদের সই নিয়ে ট্যাবের মাধ্যমে অনলাইনে রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হচ্ছে। সবশেষে, ঘোষণা হবে ভোটের আনুষ্ঠানিক ফল।