প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবিলায় চীনকে সহায়তার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ জানুয়ারি) এক টুইট বার্তায় এ কথা জানান তিনি।
ট্রাম্প বলেন, ভাইরাসটি নিয়ে বেইজিং-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রে অল্প কয়েকজনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেলেও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, গেলো কয়েকদিনে চীন থেকে ফিরে আসা পর্যটকদের বাড়ির ভেতরে অবস্থানের কথা জানিয়েছে যুক্তরাজ্য সরকার। চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০০ ছাড়িয়েছে।