নড়াইলে চলছে ১২ দিনব্যাপী এস এম সুলতান মেলা। মেলার নবম দিনে (শুক্রবার) শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানান, চিত্রকলায় উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।
নড়াইল শহরের সুলতান মঞ্চ চত্বরে চলছে কালজয়ী চিত্রকর এস এম সুলতানের ৯৫তম জন্ম জয়ন্তী মেলা। নবম দিন শুক্রবার আয়োজন করে শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতা। রঙ তুলির আঁচড়ে শিশুরা ফুটিয়ে তোলে নদী, গ্রাম, ফুল, ফসল, প্রকৃতি এবং সুলতানের প্রতিকৃতি। চারটি বিভাগে ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেয়, প্রতি বিভাগে ১০ জন করে ৪০ জনকে পুরস্কৃত করা হয়।
মেলায় আসা দর্শনার্থীরা জানান, ছবি আঁকতে খুব ভালো লাগে। শিল্পী এস এম সুলতানকে অনেক ভালো লাগে আমার।
শিশুদের ছবি আঁকায় উৎসাহী করতে তুলতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজক নড়াইল সুলতান মেলা চিত্রাঙ্কন উপ-কমিটির সদস্য শিল্পী সমীর কুমার বৈরাগী।
এস এম সুলতান শিশুদের নিয়ে কাজ করতে ভালোবাসতেন। তিনি বলতেন শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমরা মেলায় শিশুদের গুরুত্ব বেশি দিয়েছি বলে জানান তিনি।
গত ১৬ই জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।